বিয়ের আগেই বাবা হতে চান সালমান!

বিনোদন ডেস্ক: বিয়ে না করেই বাবা হতে চান সালমান খান। এমন খবরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, সালমান নাকি সারোগেসির সাহায্য নেবেন। খোঁজখবর চলছে। তবে এর চেয়ে বেশি এখনও কিছু জানা যায়নি। মুখ খোলেননি এই অভিনেতা নিজেও।
তবে বলিউডে সারোগেসি এই প্রথম নয়। এর আগে শাহরুখ খান, একতা কাপুর, তুষার কাপুর এবং করণ জোহর সারোগেসির মাধ্যমেই সন্তানের মুখ দেখেছেন। এই দলে শেষ অন্তর্ভুক্তি অবশ্য একতা কাপুরের। এবছর জানুয়ারিতেই ছেলের মুখ দেখেছেন তিনি।
তার আগে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন করণ জোহর। যমজ ছেলেমেয়ে হয়েছে তার। নাম যশ ও রুহি। তার আগে শাহরুখ খানের ছেলে আব্রামেরও জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে।
এদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের সমস্যা মিটে যাওয়ার পর ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো বিয়েটা করেই ফেলবেন তারা। কিন্তু বিয়েতে মোটেও কোনও আগ্রহ নেই ভাইজানের।
সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি আসছে ৫ জুন মুক্তি পাবে ছবিটি। এরপর আসবে ‘দাবাং ৩’। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর।
0 Comments
Add new comment