নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সিলেটের মদন মোহন কলেজের প্রভাষকের লাশ উদ্ধার

সিলেট প্রতিবেদক: নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সিলেটের মদন মোহন কলেজের প্রভাষক সাইফুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাসের লতিপুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। দুপুরে নিহতের স্বজনরা প্রভাষক সাইফুরের লাশ সনাক্ত করেন।
জানা গেছ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈল ছগ্রাম বাসিন্দা সাইফুর রহমান শনিবার সকাল ১০টার সময় কলেজে যাওয়ার জন্য সিলেট নগরীর ইসলামপুরস্থ মেজরটিলার বাসা হতে বের হন। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ ও কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লতিপুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিখোঁজ সাইফুরের স্বজনরা লাশ সনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ লতিপুরে ফেলে দিয়েছে ঘাতকরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
0 Comments
Add new comment