মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী খালিদ হোসেন

বিনোদন ডেস্ক: নজরুল সংগীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সংগীতগুরু খালিদ হোসেন তার মা রাহিমা খাতুনের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
বৃহস্পতিবার বাদ এশা এবং তারাবীর নামাজের পর রাত ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে ৩য় জানাজা শেষে মায়ের কবরে দাফন করা হয় তাকে।
জানাজায় শিল্পী খালিদ হোসেনের একমাত্র সন্তান আসিফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আত্মীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বুধবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী খালিদ হাসান। এরপর বৃহস্পতিবার সকালে দুইদফা জানাজা শেষে সন্ধ্যায় ঢাকা থেকে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়া এসে পৌঁছায়।
0 Comments
Add new comment