টিম সেভেনকে চ্যানেল এসের কমিউনিটি ওয়ার্ড প্রদান

লন্ডনবিডিনিউজ২৪ : বিলেতে বাঙালি কমিউনিটির আলোচিত সামাজিক সংগঠন টিম সেভেনকে কবিড সময়ে তাদের কার্যক্রমের জন্য কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করেছে জনপ্রিয় টিভি চ্যানেল এস।
গত বুধবার সন্ধ্যায় লন্ডনের ওয়ালথামস্টো চ্যানেল এস অফিসে এক ঝাকজমক পূর্ণ অনুষ্টানের মাধ্যমে টিম সেভেনের সদস্যদের হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন চ্যানেল এস কর্তৃপক্ষ শারীরিক দূরত্ব বজায় রেখে টিম সেভেনের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন টিমের অন্যতম সদস্য আব্দুল বাছিত বাদশা, এজে লিমন ও বাবর চৌধুরী।
অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল বাছিত বাদশা বলেন, কমিউনিটির সেবায় সব সময় কমিউনিটির মানুষের পাশে থাকবে টিম সেভেন। টিম সেভেন মানুষের বন্ধু হয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে বলে জানান তিনি।
টিম সেভেনের অন্য সদস্যরা হলেন এনামুল হক লিটন, শিমুল চৌধুরী, লুবেক চৌধুরী ও শেখ সাদেক।
0 Comments
Add new comment