এমসি কলেজ এইচএসসি '৯১ ব্যাচের কমিটি গঠিত

লন্ডনবিডিনিউজ২৪ : ২৭ নভেম্বর শুক্রবার, ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ এইচএসসি '৯১ ব্যাচের তোফায়েল মোস্তফা সারোয়ার রানাকে আহবায়ক ও আব্দুল আহাদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক প্রবীর রায়, ডাঃ শাকির আহমদ শাহীন, মামুনুর রহমান, আব্দুল হক, আমিনুজ্জামান জোয়াহির, আব্দুল হান্নান, আব্দুস সহিদ, সুকান্ত ধর মিটন, আবুল হাসানাত সুমন।
কমিটির সদস্যরা হচ্ছেন - রাহাত শামস, ডাঃ আশিক আনোয়ার বাহার, সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল বাছিত বাদশা, বদরুদ্দোজা শাহীন, শাকির আলম কোরেশী, মোক্তার আহমদ, রাজিক মিয়া, মকসুদ খান, জালাল আহমদ , কামরুল হক, আবু জুবের চৌধুরী মুন্না, সত্যজিৎ পুরকায়স্ত, মাধবী চক্রবর্তী, রোকন আহমদ, ডাঃ আব্দুল আহাদ, রাজীব চৌধুরী, সুজিত রঞ্জন দেব, আব্দুর রহিম, ওয়াহিদুর রব জগলু।
কমিটি উক্ত ব্যাচের সদস্যদের সার্বিক কল্যাণে এবং সমাজসেবা মুলক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে এক বছরের মধ্যে একটি গঠনতন্ত্র ও কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
0 Comments
Add new comment